ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রাজধানীর হাজারীবাগ থানায় এক শিশুকে অপহরণ মামলায় বর্তমানে রিমান্ডে আছেন।
গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহিল কাফীকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনটি আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাজারীবাগ থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাই ৩ সেপ্টেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী খোরপোশ প্রাপ্য হবেন।
২ সেপ্টেম্বর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহিল কাফীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে তখন ডিবির পক্ষ থেকে জানানো হয়।
এরপর গত বুধবার আবদুল্লাহিল কাফীকে ঢাকার হাজারীবাগ এলাকায় শিশু আলিফ অপহরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁর রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।