আরও ২ জনের মৃত্যু, চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/09/04/dead_0-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আহত আরও ২ জন আজ (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ালো।
নিহতরা হলেন— বরকত উল্লাহ (৩৬) ও জাহাঙ্গীর আলম (৫২)।
এসএন কর্পোরেশনের প্রোডাকশন ম্যানেজার সাইফুল আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৬টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তারা।
"বরকত উল্লাহ ইয়ার্ডে জাহাজের দায়িত্বে ছিলেন এবং জাহাঙ্গীর আলম তেলের ফোরম্যান ছিলেন," জানান সাইফুল আজাদ।
তিনি আরও উল্লেখ বলেন, "আহতদের মধ্যে আটজনকে ৭ সেপ্টেম্বর ভোরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। ইয়ার্ডের সেফটি ম্যানেজার আহমদ উল্লাহ পথিমধ্যে মারা যান। মোহাম্মদ খায়রুল নামে একজন পরিচ্ছন্নতাকর্মী ৯ সেপ্টেম্বর মারা যান। নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ আল আমিন মারা যান ১০ সেপ্টেম্বর এবং কাটার ফোরম্যান মো. হাবিল আহমেদ হাবিল ১২ সেপ্টেম্বর মারা যান।"
"এখন পর্যন্ত আমরা আমাদের ছয় সহকর্মীকে হারিয়েছি। আনোয়ার ও আবুল কাশেম এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন," যোগ করেন তিনি।
এর আগে, শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে কর্মকর্তা ও শ্রমিকসহ অন্তত ১২ জন গুরুতর দগ্ধ হন।