২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল
যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে চলতি সপ্তাহ থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে তিনি বলেন, 'মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে।'
তিনি বলেন, কর্তৃপক্ষও আশা করছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে থামবে। স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলাকালে ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা।
তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ একাধিক স্থাপনায় ভাঙচুর চালায়।
মেট্রো রেলের কার্যক্রম ২৫ আগস্ট পুনরায় শুরু হয়। কিন্তু দুটি স্টেশনে আপাতত কোনো ট্রেন থামতে পারছে না।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে এসব স্টেশন মেরামতের আনুমানিক ব্যয় ৩০০ কোটি টাকা ধরা হলেও পরে ব্যয় আরও যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, 'স্থানীয় বাজার থেকে যন্ত্রপাতি সংগ্রহ করায় ওই স্টেশনগুলোর মেরামত খরচ কমবে বলে আমরা আশা করছি।'
তিনি আরও বলেন, পর্যালোচনা কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মেরামত-ব্যয় নির্ণয় করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধ থাকা দুটি স্টেশন সংস্কার ও চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হতে পারে। অন্যদিকে মিরপুর-১০ স্টেশন চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে।