পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয়া হয়নি: উপদেষ্টা নাহিদ
পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। কিন্তু সেটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেন তিনি।
উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কাজ করতে কয়েকজন উপদেষ্টা আজকে সেখানে যাবেন। আমরা অভ্যন্তরীনভাবে সেটা সমাধানের চেষ্টা করছি। দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকের রয়েছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং আশা করি দ্রুত সময়ের এই সমস্যার নিরসন হবে।
ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক ভাবে হয়েছে। এখন মূলত পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুতগতিতে সম্পন্ন করা যায় সেটা দেখা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের শিক্ষা সামগ্রী সরবরাহও প্রয়োজন। এই দুটো বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি।
ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে দেওয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ভারতের সঙ্গে কথা বলা হচ্ছে।