রাঙ্গামাটিতে সংঘাত, আগের ঘটনাগুলোয় কঠোর পদক্ষেপ নিলে ২০ সেপ্টেম্বরের সহিংসতা হতো না: চাকমা রাজা
রাঙ্গামাটিতে এর আগে তিনটি জাতিগত সংঘাত হয়েছে। ১৯৯৩ সালের ২০ মে; ২০১২ সালের ২২ সেপ্টম্বর; এবং ২০১৫ সালের ১৩ জানুয়ারি। সবশেষ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যুক্ত হয়েছে আরো একটি সংঘাত। পূর্বের হামলাগুলোর ঘটনায় আগেও কমিটি হয়েছে। কিন্তু এই কমিটির সুপাশিগুলো কি বাস্তবায়ন হয়েছে? যদি বাস্তবায়ন হতো তাহলে এবারের সংঘাত নিশ্চই ঘটতো না।
রঙ্গামাটিতে জাতিগত হামলা, সহিংসতার ঘটনার প্রেক্ষিতে টিবিএসকে এসব কথা বলেছেন চাকমা রাজা দেবাশিষ রায়। দুর্বৃত্তদের হামলায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শনের সময় শনিবার (২১ সেপ্টেম্বরো বিকেলে টিবিএসকে কাছে জাতিগত হামলার নানা দিক তুলে ধরেন, জাতিসংঘের স্থায়ী ফোরামে আদিবাসী বিষয়ক সাবেক সদস্য দেবাশিষ রায়।
তিনি বলেন, '২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে একটি স্বাধীন নিরপেক্ষ এবং যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কমিশন গঠন করতে হবে। এটি এক ব্যক্তির মাধ্যমে না হয়ে– একাধিক ডিসিপ্লিনারির মানুষ দিয়ে হওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে– সেজন্য প্রিভেনটিভ ম্যাজার্স থাকতে হবে। এখানে পুনর্বাসনের ব্যাপার থাকতে হবে। সর্বোপরি যেটি গুরুত্বপুর্ণ কমিশনের কাজের ওপর যাতে জনমানুষের আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেটি নিশ্চিত করতে হবে। এই কমিশনের যে সুপারিশ আসুক না কেন–- সেগুলো সরকার যেন কার্যকর করে।'
চাকমা সার্কেলের রাজা দেবাশিষ রায় বলেন, '১৯৯২, ২০১২, ২০১৫ সালে কি হয়েছিল, সেই প্রতিবেদন কি আজকের মিটিংয়ে (২১ সেপ্টেম্বর রাঙ্গামাটি সেনানিবাসে তিন উপদেষ্টার সভা) এর আগে কি কেউ পড়ে দেখেছেন? ওইগুলো যদি ভালো করে বুঝে থাকেন, পড়ে থাকেন– তাহলে এই ঘটনাটা হতো না। বিশেষ করে, আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ নিতো– তাহলে আমি মনে করি এই ঘটনা ঘটলেও মানুষ মারা যাওয়া, সম্পত্তির ক্ষতি হওয়া এই পর্যায়ে যেত না।'
তিনি আরও বলেন, আমি এই বিষয়টিও স্বরা উপদেষ্টার কাছে জিজ্ঞেস করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানিক স্মৃতিতে এসব সহিংসতার কথা মনে আছে কিনা?। ডিসি, এসপি, আঞ্চিলিক পরিষদ এর অফিসে এসব স্মৃতি থাকা উচিত। এই ঘটনাতো প্রথমবার নয়। আগেও ঘটেছে, কিন্তু যারা হিংসাত্মক কার্যকলাপের জন্য দায়ী তাদের চিহ্নিত করা হয়নি। শাস্তির আওতায় আনা হয়নি। সেটি যেই জাতি হোক। যেই সম্প্রদায়ের মানুষ হোক। যারা আগে এ ধরনের ঘটনা করে থাকে, তারা যদি শাস্তি না পেয়ে থাকে– তারা বা অন্য যারা এসব কাজ করছে, তারা মনে করবে এ ধরনের ঘটনা (আবারো) করলে সমস্যা কী, আমরা তো আইনের আওতায় আসি না।
সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী দেবাশিষ রায় বলেন, আজ সেনানিবাসের সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, সহিংসতার ঘটনায় কাউকে ছাড়াছাড়ি নাই। আইন নিজের হাতে নেওয়া যাবে না। সেটি আমরাও চাচ্ছি। ভবিষ্যতে যাতে না হয়– এই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যায়।