সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি গুজব: জনপ্রশাসন সচিব
সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
আজ রোববার সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরের বয়স ৬৫ করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের সেই চিঠির আলোকে কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়স বাড়ছে।
এর জবাবে জনপ্রশাসন সচিব বলেন, 'আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না।'
এ বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না, তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি তো এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না। আমি যদি এই কথা বলি, তার মানে এটা গুজব।'
বর্তমানে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর।
চাকরিপ্রত্যাশীদের কেউ কেউ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন।
আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে।