পুলিশের আধুনিকায়ন: বিভিন্ন ইউনিটে ৫,১৩৫ যানবাহন ও ২৯,৬২৬ পদ চায় পুলিশ
বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে বাহিনীর বিভিন্ন ইউনিটে মোট ৫,১৩৫টি যানবাহন যুক্ত করতে ও ২৯,৬২৬টি পদ সৃজনের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা ৩৬৫টি সুপারনিউমারারি পদ সমন্বয় ও পুলিশ অধিদপ্তর থেকে বিভিন্ন ইউনিটের পদ সৃজন করতে ও যানবাহন যুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে তুলে ধরেন পুলিশের প্রতিনিধিরা।
এরমধ্যে হাইওয়ে পুলিশের সাংগঠিনক কাঠামো সংস্কার করতে বিভিন্ন পদবির ৬,০০০টি পদ তৈরি ও ১,৭৪৪টি যানবাহনের চাহিদার কথা জানানো হয়। একই সাথে, পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ভিআইপি প্রটেকশন শাখার জন্য সাংগঠনিক কাঠামোতে বিভিন্ন পদবির ১,৫২৬টি পদ ও ৬৬টি যানবাহন অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা জানানো হয়।
অনান্য প্রস্তাবনার মধ্যে রয়েছে— নবগঠিত বিশেষায়িত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর টিওঅ্যান্ডইতে অনুমোদিত ২৫টি যানবাহনের অতিরিক্ত ২৬১টি যানবাহন অন্তর্ভুক্ত করা। এসবি'র সাংগঠিনক কাঠামো সংস্কারে বিভিন্ন পদবির ১৭৮৮টি পদ তৈরি, বিভিন্ন ধরনের ২৩৩টি যানবাহন টিওঅ্যান্ডআইভুক্তকরণ। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে স্বতন্ত্র 'পুলিশ এভিয়েশন' গঠন ও এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদবির ৩৯৫টি পদ তৈরি, বিভিন্ন ধরনের ৯১টি যানবাহন ও ৪৬টি সরঞ্জামের অন্তর্ভুক্ত করা।
নৌ পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে পদবির ১০,২৭৯টি পদ তৈরি ও বিভিন্ন ধরনের ১,৮২৬টি যানবাহন ও ৩,০৬০টি সরঞ্জাম অন্তর্ভুক্ত করা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জ জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে শিল্পাঞ্চল পুলিশ-৪ এর আওতায় একটি সাবজোন গঠন ও কার্যক্রম পরিচালনার জন্য ১১৫টি পদ সৃজন, ৬টি যানবাহন ও ৮টি সরঞ্জামের প্রস্তাব দেওয়া হয়েছে।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাংগঠনিক কাঠামো সংস্কার ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদবির ৬৫২টি পদ তৈরি ও বিভিন্ন ধরনের ১৪১টি যানবাহন চাওয়া হয়েছে। নোয়াখালী জেলার ভাসানচর থানার কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন পদবির ৩৬টি পদ তৈরি ও ৩টি যানবাহন অন্তর্ভুক্তির দাবি করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠন ও কার্যক্রম পরিচালনা করতে ৮১৫টি পদ সৃজন ও ২০টি যানবাহন চাওয়া হয়েছে।
এছাড়া, পুলিশ টেলিকম সংস্থার জন্য ২১০৯টি পদ সৃজন ও ৩১০টি যানবাহন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জন্য ২৮২৪টি পদ তৈরি, ৩০০টি যানবাহন ও ২৬টি যন্ত্রপাতির প্রস্তাব দেওয়া হয়।
এর পাশাপাশি জিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের বিষয়ে কমিশনকে অবহিত করার বিষয়েও দাবি জানানো হয়েছে। পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত মতে, রেক্টর পদকে গ্রেড-২ থেকে গ্রেড-১ এ উন্নীত করারও প্রস্তাব দেওয়া হয় সভায়। আউটসোর্সিং খাতে মঞ্জুরীকৃত অফিস সহায়ক (এমএলএসএস) ৭৭টি পদ রাজস্ব স্থানান্তর/সৃজনের দাবি জানানো হয়েছে।
এছাড়া, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৩৫০টি অতিরিক্ত এসপি ও ৩০০টি এএসপিসহ মোট ৬৫০টি সুপারনিউমারারি পদ সৃজনের দাবি তোলা হয়। স্পেশাল ব্রাঞ্চ এসবির সেফহোম গঠনের জন্য বিভিন্ন পদবির ২১৮টি পদ সৃজন ও বিভিন্ন ধরনের ১৭টি যানবাহনের অন্তর্ভুক্তির বিষয়ে সরেজমিন প্রতিবেদন দাখিলের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এয়ারপোর্টস) অফিস গঠন ও হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নির্মিত থার্ড টার্মিনালের নিরাপত্তায় ২২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন করতে বিভিন্ন পদবির ৯৫০টি পদ সৃজন ও ২১৭টি যানবাহন অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেওয়া হয়েছে।
এছাড়া, ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) মেট্রোরেলের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে স্বতন্ত্র এমআরটি পুলিশ ইউনিট গঠন ও ওই ইউনিটের কার্যক্রম চালাতে বিভিন্ন পদবির ১৯৪৮টি নতুন পদ তৈরি ও বিভিন্ন রকমের ৬৮টি যানবাহন চাওয়া হয়েছে।