ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি
গেল কয়েকদিনের তাপপ্রবাহের পর আজ (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশেজুড়ে চলমান বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে জনজীবনে।
সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় রাজধানীতে অফিসগামীদের ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয় বুলেটিনে।