সব কষ্ট ভুলে যাব, যদি সুন্দর বাংলাদেশ গড়তে পারি: শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে গড়তে তুলতে পারলে তিনি সব কষ্ট ভুলে যাবেন।
তিনি বলেন, 'এখন আর ঘুমাতে পারি না। সবাই বলত আমার আর মুগ্ধর হাসি নাকি খুব সুন্দর। কিন্তু আমি এখন আর হাসতে পারি না। ১৮ জুলাইয়ে পর হাসতে ভুলে গেছি। আবু সাঈদ, মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের করুণ মৃত্যু প্রতিটি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায়। সব কষ্ট ভুলে যাব, যদি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।'
শনিবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে ঐতিহ্যবাহী সুরক্ষা সিটি আয়োজিত এক অনুষ্ঠানে অনুষ্ঠানে স্নিগ্ধ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টো।
প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ বলেন, 'যে হারিয়েছে, সে বোঝে হারানোর যন্ত্রণা কত নির্মম ও কষ্টের। আমার ভাইবোনদের একটিমাত্র উদ্দেশ্য ছিল—সেটি হলো, শোষণ এবং অন্যায়-অত্যাচার ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার। তাদের সেই স্বপ্ন পূরণে আমরা এখন কাজ করছি।'
দেশ পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে আহ্বান জানিয়ে স্নিগ্ধ বলেন, তারা প্রতিনিয়ত শহিদ ও আহতদের পরিবারের খোঁজখবর রাখছেন।
স্নিগ্ধ বলেন, 'শহিদদের পরিবারকে সহযোগিতা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আপনারা সবাই মিলে সহযোগিতা করলে এটি আরও ব্যাপকভাবে প্রসারিত হবে, ইনশাআল্লাহ।'
তিনি আরও বলেন, 'আন্দোলনে নিহত এবং আহতরা আমাদেরকে একটি স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। তাদের রক্তে অর্জিত সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে।'
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।