লেবাননে বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দূতাবাসের
চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, 'লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে আপনারা নিজ নিজ অবস্থানে নিরাপদ থাকার চেষ্টা করুন। আপনাদের যে কোনো সমস্যা দ্রুত আমাদের অবহিত করুন। আমরা সর্বোচ্চ আন্তরিকতারসহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব।'
নিরাপদ আশ্রয়ের প্রয়োজন এমন প্রবাসীদের দ্রুত দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে যোগাযোগ করতে বলেছেন রাষ্ট্রদূত।
৭০৬৩৫২৭৮ হটলাইন ও ৮১৭৪৪২০৭ হেল্পলাইনের মাধ্যমে দূতাবাসে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেছেন, গত চার থেকে পাঁচ দিন ধরে লেবাননের পরিস্থিতি উল্লেখযোগ্যরকম অবনতি হয়েছে এবং বৈরুতের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবাননের লোকেরা 'অত্যন্ত কঠিন' পার করছে।
তিনি উল্লেখ করেন যে, মিশন লেবাননের চলমান পরিস্থিতির গুরুত্ব এবং দুঃস্থ প্রবাসীদের প্রয়োজনীয়তা সম্পর্কে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধারাবাহিকভাবে আপডেট করছে।
মিশনের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, 'প্রবাসী ভাই-বোনেরা যারা দুস্থ প্রবাসীদের খাদ্য ও আশ্রয় দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং আমি তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।'
রাষ্ট্রদূত সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অভাবীদের সহায়তায় ঐক্য, ধৈর্য ও সাহসিকতার আহ্বান জানান।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল ও লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান বিমান হামলায় শত শত লোক নিহত এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রদূত এই বার্তা দেন।