দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজার রুটে ট্রেনের চাহিদা বাড়ার সম্ভবনায় থেকে অতিরিক্ত ৭টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে।
রেলওয়ের তথ্যমতে, সাপ্তাহিক ছুটির পর দুর্গাপূজার ছুটির কারণে টানা তিনদিনের বন্ধ পাচ্ছেন কর্মজীবীরা। বর্ষার শেষ সময় ও শীতের আগমনের আগে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন বেশি থাকে। টানা তিনদিনের ছুটির কারণে ১০ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারের রাতের ট্রেনটিতে টিকিটের জন্য রেল ভবনসহ রেলের প্রধান কার্যালয়গুলোতে চাহিদাপত্র, আবেদন জমা দিচ্ছেন যাত্রীরা। যাত্রী চাহিদা বিবেচনা করে রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিসটি চালু করতে যাচ্ছে।
টানা ছুটির পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালাতে ১ অক্টোবর রেলওয়ের মহাপরিচালককে একটি প্রস্তাব দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রস্তাবটি মহাপরিচালকের কাছ থেকে অনুমোদন পেয়েছে জানিয়ে চিঠি দিয়েছেন রেলের উপ-পরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহণ শাখা ট্রেনটির শিডিউল ও টাইম টেবিল প্রণয়ন করেছে।
ঢাকা থেকে রাতের বেলার ট্রেনটিতে ৭টি এসি বার্থ, ১টি প্রথম শ্রেণীর বার্থ, ৪টি এসি চেয়ার (স্নিগ্ধা), ২টি শোভন চেয়ার এবং ২টি গার্ড ব্রেক, পাওয়ার কার ও খাওয়ার গাড়ির শোভন চেয়ার কোচ থাকবে। এজন্য রাতের ট্রেনটিতে আসন সংখ্যা মাত্র ৫১৮টি। তবে দিনের বেলা কক্সবাজার থেকে যাত্রী পরিবহনের সময় বার্থ কোচগুলোতে বসে যাতায়াতের সুযোগ থাকায় আসন সংখ্যা বেড়ে হবে ৬৩৪টি। ট্রেনটি ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছবে। ১৩ তারিখ পর্যন্ত ট্রেনটি কক্সবাজারে যাত্রী পরিবহণ করবে। এরপর ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ে সব সময় যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে ট্রেন অপারেশন করে। টানা ছুটির কারণে যাত্রী চাহিদা বেশি থাকায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত টানা চারদিন সর্বমোট ৭টি বিশেষ ট্রেন চালাবে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব বেশি হওয়ায় ট্রেনের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের সুযোগ পাচ্ছে যাত্রীরা।
২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন 'কক্সবাজার এক্সপ্রেস' যাত্রী পরিবহণ শুরু করে। পরবর্তীতে ১ জানুয়ারি থেকে আরো একটি ট্রেন 'পর্যটক এক্সপ্রেস' যাত্রী পরিবহণ শুরু করে। দুটি ট্রেনই চট্টগ্রামে যাত্রা বিরতি দেয় এবং চট্টগ্রামের যাত্রীদের জন্য এ ট্রেনে দুটি কোচ (একটি স্নিগ্ধা ও একটি শোভন চেয়ার) বরাদ্দ রয়েছে। তবে বিগত ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালু হলেও সেটি বন্ধ হয়ে যায়। তবে ঈদুল আজহার সময় পুনরায় চট্টগ্রাম-কক্সবাজার বিশেষ ট্রেন চালু হলে সমালোচনা ও যাত্রী চাহিদার কারণে ট্রেনটি এখনো চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহণ করছে।