রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু আজ
ছয়টি সংস্কার কমিশন গঠনের সময় তাদের মতামত জানতে আজ শনিবার (৫ অক্টোবর) বিকাল থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপে বসবে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর আড়াইটায় শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও কয়েকজন উপদেষ্টা অংশ নেবেন।
বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সিপিবিসহ অন্যান্য রাজনৈতিক দল প্রথম দিনের সংলাপে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের সংলাপ রাত ৮টা পর্যন্ত চলতে পারে বলে রাজনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররে নেতৃত্বে তাদের প্রতিনিধি দল সংলাপে যোগ দেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা থাকবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
এটি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, "সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং তাদের পরামর্শ নেওয়া।"
অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগ নিয়ে দলের অবস্থান নির্ধারণে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, সরকারের সঙ্গে সংলাপে তারা রাষ্ট্রীয় সংস্কার ও আসন্ন নির্বাচনের জন্য সরকারের প্রস্তাবিত রোডম্যামের দিকে মনোনিবেশ করবেন।
সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রখ্যাত অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে।