শান্ত আশুলিয়া, গাজীপুরে নবীনগর–চন্দ্রা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
টানা শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল। আজ শনিবার (৫ অক্টোবর) সপ্তাহের প্রথম দিনে বেশিরভাগ পোশাক কারখানা খোলা রয়েছে।
তবে সকালে বাইপাইল এলাকায় অবস্থিত ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অন্যদিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানী এলাকায় বিভিন্ন দাবিতে শনিবার সকালে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
এ সময় তারা চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েন।
আশুলিয়ায় ১টি কারখানায় বিক্ষোভ
আশুলিয়ার ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড এর এক শ্রমিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কিছুদিন আগে আন্দোলনের সময় অন্যান্য দাবির সঙ্গে শ্রমিকেরা কারখানার চার কর্মকর্তার বরখাস্তের দাবি জানান। আন্দোলনের সময় কারখানা কর্তৃপক্ষ তাদের সকল দাবি মেনে নেন।
তিনি আরও বলেন, 'আজ সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েকজন কর্মকর্তা বরখাস্তকৃতদের পুনর্বহালের জন্য শ্রমিকদের কাছে সাদা কাগজে স্বাক্ষর চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ এক থেকে দেড়শ বহিরাগত সন্ত্রাসী এনে শ্রমিকদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে।
'পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এলে বহিরাগতরা পালিয়ে যায়। এরপর কারখানা ছুটি ঘোষণা করা হয়।'
এ বিষয়ে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডংলিয়ান ছাড়া আজ আশুলিয়ায় আর কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। সার্বিকভাবে শিল্পাঞ্চল স্বাভাবিক রয়েছে এবং বেশিরভাগ কারখানার কার্যক্রম চলমান আছে।
গাজীপুরে শ্রমিকদের চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানী এলাকায় হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শনিবার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
এ সময় শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার অন্য কোথাও শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে আগে থেকে জেলার বন্ধ থাকা কয়েকটি কারখানা শনিবারও বন্ধ ছিল।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের বরাতে জানা গেছে, আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা শনিবার সকালে কাজ না করে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে সকাল ৯টার দিকে শ্রমিকেরা চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুঘণ্টার বেশি সময় সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল ৪টার পরে এক লেনে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দিপক চন্দ্র মজুমদার জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরিয়ে আনা হয়।
গাজীপুর শিল্প পুলিশ জানায়, জিরানীর একটি কারখানা ছাড়া জেলার অন্য কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ইটাহাটা, কোনাবাড়ি ও কালিয়াকৈরের চন্দ্রাসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা সকালেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কাজে যোগ দেন।
শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি টহল দিচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, জিরানী এলাকার একটি কারখানা ছাড়া জেলায় আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
'বিভিন্ন কারণে আগে থেকেই বন্ধ থাকা জেলার ৮টি কারখানা শনিবারও বন্ধ ছিল। শিল্প কারখানার সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ,' বলেন তিনি।