সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনের জেরে দায়ের করা পৃথক আট হত্যামামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, এ নিয়ে সাবেক এই আইজিপির মোট ৬১ দিনের রিমান্ড মঞ্জুর হলো।
আদালত সূত্রে জানা যায়, এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ মামলায় ১০০ দিনের দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাজধানীর যাত্রাবাড়ীতে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় ৩৮ দিন ও নিউমার্কেট এলাকায় তাহির জামান প্রিয় (২৭) নিহতের মামলায় মামুনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৩৬টি মামলা রয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।