‘ফ্ল্যাট নিয়ে বিরোধে’ দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে।
নিহত তানজিল জাহান ইসলাম তামিম (৩২) দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা।
তামিমের পরিবার জানায়, প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তাদের সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপার 'প্লিজেন্ট প্রপার্টিজ'-এর বিরোধ হয়।
তামিমের বাবা সুলতান এবং হাতিরঝিল থানার পুলিশের অভিযোগ, প্লিজেন্ট প্রপার্টিজের কর্ণধার শেখ রবিউল আলম রবি তার ছেলের ওপর হামলার নির্দেশ দেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'প্লিজেন্ট প্রপার্টিজ সংশ্লিষ্টরা এই হামলার সঙ্গে জড়িত। আমরা তাদের সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছি।'
তিনি বলেন, প্লিজেন্ট প্রপার্টিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্লিজেন্ট প্রপার্টিজের কর্ণধার রবিউল এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে রবিউল আলম বলেন, 'আমি সেখানে কাউকে পাঠাইনি। তারা আদালতের আদেশ অমান্য করে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করছে। আমি একজন প্রকৌশলীকে পাঠিয়েছিলাম তাদের কাজ বন্ধ করার নির্দেশ দিতে। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।'
তামিমের পরিবারের অভিযোগ, তিন ব্যক্তির মালিকানাধীন জমিতে নির্মিত নয়তলা ভবনে ফ্ল্যাট বিতরণ নিয়ে মতবিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
প্রত্যেক জমির মালিক সাড়ে চার ফ্ল্যাটের মালিক উল্লেখ করে সুলতান দাবি করেন, প্লিজেন্ট প্রপার্টিজ তার অংশ হস্তান্তরে বিলম্ব করেছে। বেশ কয়েকবার চেষ্টার পর তারা মাত্র দুটি ফ্ল্যাট বুঝে পেয়েছেন।
প্লিজেন্ট প্রপার্টিজের কর্মীরা ডেভেলপার সংস্থাটির দখলে থাকা একটি ফ্ল্যাটে নির্মাণ কাজ শুরু করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুলতান ও তামিম তাদের কাজ বন্ধ করতে বললে সংঘর্ষ বাধে। হামলায় তামিম মারাত্মকভাবে আহত হন এবং পরে আঘাতের কারণে মারা যান।