মোহাম্মদপুরে ফ্ল্যাটে ডাকাতি: ডাকাতদের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকুরিচ্যুত সদস্য
মোহাম্মদপুরের এক ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকুরিচ্যুত সদস্য।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মুনিম ফেরদৌস বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর বরখাস্তকৃত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে একটি ব্রেসলেট ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে"।
উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর বাসা থেকে ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি সোনা লুট করে ডাকাতরা।
পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী আবু বকর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার ৭২০/১ নং বাসার দ্বিতীয় তলায় থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে প্রায় ১৫-১৬ জনের একটি দল ভবনের প্রধান ফটকে আসে। ভবনের দারোয়ান তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে ফটক খুলে দেয়। এরপর তারা সরাসরি আবু বকরের ফ্ল্যাটে গিয়ে দরজা খোলার নির্দেশ দেয়।
আবু বকর বলেন, "তারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করে কেন আমি আমার বৈধ অস্ত্র থানায় জমা দিইনি। আমি বলি যে জমা দিয়েছি, কিন্তু এরপরও তারা আমার ফ্ল্যাট তল্লাশি শুরু করে। তারা আলমারি তছনছ করে এবং একপর্যায়ে অফিসে ঢুকে সেখানে থাকা টাকা ও সোনা লুট করে নিয়ে যায়।"
আবু বকর জানান, ডাকাতেরা ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তার বাসা থেকে ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৭০ ভরি সোনা নিয়ে চলে যায়।
ভবনের দারোয়ানের বরাত দিয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিরা যে আসল সদস্য নয় তা বোঝার কোনো উপায় ছিল না। তারা দুটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রোবাসে করে আসে এবং তাদের কাছে অস্ত্র ছিল।