ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে
অনুষ্ঠানে বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদেরও ক্ষতিপূরণ দেবে সরকার।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদেরও ক্ষতিপূরণ দেবে সরকার।'
তিনি আরও বলেন, 'যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের বিদেশে পাঠানো হবে।'