‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, মামলা থেকে নাম বাদ দিতে আবেদন বাদীর
হত্যাচেষ্টা মামলায় 'ভুলবশত' আসামি করায় এজাহার থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের।
রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (২১ অক্টোবর) সকালে বাদী মামলার এজাহার থেকে বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে থানায় আসেন।
এর আগে সংবাদমাধ্যমকেও মামলার বাদী বাকের বলেছেন, তিনি জেড আই খান পান্নাকে চেনেন না। আসামির তালিকায় কীভাবে পান্নার নাম এসেছে, সেটিও জানেন না।
জেড আই খান পান্না সম্পর্কে বাকের বলেন, 'উনি কেডা জানি না।'
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে এক আন্দোলনকারীকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ মোট ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।
তবে আজ সোমবার (২১ অক্টোবর) এ পান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে আগাম জামিন দেন।
আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির, মোহাম্মদ হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বাদীর ছেলে আহাদুল ইসলাম জুমার নামাজ শেষে মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগদান করেন। এ সময় নাম জানা যায়নি এমন বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। বিকাল সাড়ে চারটার দিকে, অসংখ্য ছাত্র জনতার সঙ্গে আহাদুলও বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে। এজাহারে বলা হয়েছে, নিরাপত্তার কথা চিন্তা করে আহাদুলকে পরে নিজ এলাকার মেহেদীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়, যেখানে তিনি ১৪ দিন চিকিৎসা নেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই নাগরিকদের দ্বারা গঠিত জাতীয় গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন জেড আই খান পান্না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেপ্তারসহ নির্যাতনের নানা ঘটনার সত্য উদ্ঘাটনে এ কমিশন গঠন করা হয়।