হত্যা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় পৃথক হত্যা মামলা রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে মিরপুর মডেল থানার এক অভিযানে গ্রেপ্তার হন তিনি। তবে মিরপুর মডেল থানায় জায়গা না থাকায় তাকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।
ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার অহিদ।
গ্রেপ্তার হবার আগে সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার সুমন লেখেন, 'আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।'
ব্যক্তিগত আইডিতে পোস্ট দেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক পেজ থেকেও রার পৌনে ২টার দিকে একটি ভিডিও বার্তাও দেন ব্যারিস্টার সুমন। ২ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেন, তাকে নিয়ে দেশ ছাড়ার যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয়।
ব্যারিস্টার সুমন বলেন, 'আমি বাংলাদেশেই আছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম।'
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এই আইনজীবী। তবে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।