শহীদ মিনারে বিক্ষোভ: চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম
চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তিনি এ আল্টিমেটাম দেন।
পরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে দাবিগুলোর কথা তুলে ধরেন। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিগত তিনটি নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০১৪) অবৈধ ঘোষণা করতে হবে, ১৯৭২ এর সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতে হবে ও অভ্যুত্থানের স্পিরিট ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে প্রক্লেমেশন অব রিপাবলিক (প্রজাতন্ত্রের ঘোষণা) জারি করতে হবে।
এর আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন। বিকাল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
জাতীয় নাগরিক কমিটি সদস্য আদীব আরিফ বলেন, "ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। তারা রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা-গুলি করেছে। তাদের নিষিদ্ধ না করলে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টিকে থাকা অনিরাপদ হবে যাবে।"
নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, "রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর, তিনি গণহত্যার পক্ষে ছিলেন। আমরা তার পদত্যাগ চাই।"