পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত একটি প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) এই প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রীম কোর্ট প্রশাসনের জনসংযোগ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে একটি অভিভাষণ দেন। এই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রীম কোর্টের বিচারপতিরা, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি-জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়।
তিনি উল্লেখ করেন যে, পৃথক সচিবালয় স্থাপনের জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন। তার এই সিদ্ধান্তের পর বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত গ্রহণ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, "বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মামলার সংখ্যা ও প্রশাসনিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অধস্তন আদালতের বিচারকের সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য কারণে সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কার্যক্রম ব্যাপক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, পদোন্নতি, ছুটি ও অন্যান্য বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।"