সচিবালয় ভবনের চারটি তলার অন্তত ২০০ কক্ষ আগুনে পুড়ে গেছে: গণপূর্ত বিভাগের কর্মকর্তা
২৬ ডিসেম্বরের আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলার অন্তত ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুঁইয়া।
তিনি বলেন, প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবনটি মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব।
তিনি আরও বলেন, গত বুধবার আগুন লাগার খবর পাওয়ার পরপরই গণপূর্তের লোকজন সচিবালয়ে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসকে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না- এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। 'তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, 'যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই বোঝা যাবে এটি সংস্কার করতে কতদিন লাগবে।'