কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ব্যাপারে আপাতত সরকারের কোন সিদ্ধান্ত নেই।
আজ সোমবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এবিষয়ে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করছে।
তিনি আরো বলেন, 'এ বিষয়ে আমাদের উপদেষ্টামন্ডলীর কেউ কেউ কথা বলেছেন। আমাদের আগের একটা অবস্থান আছে যেটা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা গত বৃহস্পতিবার বলেছিলেন। সেটা হলো-এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এ বিষয়ে। আলোচনায় যে সিদ্ধান্ত আসবে, সেটা পরে জানানো হবে।'