অর্থ আত্মসাতের অভিযোগ: বিটিভির প্রকৌশলী মনিরুলকে দুদকে তলব
কাজ না করিয়ে বিল পাইয়ে দেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রকৌশলী মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে তলব করা হয়।
সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, মনিরুল ইসলামের বিরুদ্ধে কোয়ালিটি পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা বিল প্রদানের মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক খাইরুল হাসান তাকে আগামী ৬ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য চিঠিতে অনুরোধ করেছেন।