আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
"জাতীয় বিপ্লব ও সংহতি দিবস" পালনের অংশ হিসেবে আজ (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের "সামরিক-বেসামরিক অভ্যুত্থান" স্মরণে এ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাবে।
সমাবেশ শুরুর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
দেশের প্রতিটি বিভাগে আজ একই ধরনের সমাবেশের আয়োজন করবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সমাবেশ সফল করতে এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, "এটি একটি বিশাল সমাবেশ হবে, যা ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশে ৫ আগস্টের শহীদদের স্মরণ করা হবে।"
জাহিদ আরও জানান, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি ইউনিটের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেবেন। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জসহ ঢাকার আশপাশের জেলা থেকেও বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।
দিবসটি বড়ভাবে পালনের জন্য বিএনপি ৩১ অক্টোবর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে। তরুণ প্রজন্মের কাছে দিবসটির প্রকৃত ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরাই কর্মসূচির উদ্দেশ্য।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সূরা ফাতেহা পাঠ করেন।
বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজনৈতিক সংকটের মধ্যে ঢাকার ক্যান্টনমেন্টে বন্দি সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনা সদস্য ও সাধারণ মানুষ যৌথভাবে মুক্ত করেন। এটি তার ক্ষমতায় আসার পথ সুগম করে।