আওয়ামী লীগের সদস্য সন্দেহে বিক্ষোভকারীদের গণপিটুনির শিকার ৪ জন
গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের অফিসের সামনে কাউকে আওয়ামী লীগের সন্দেহভাজন হলেই পিটুনি দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা।
রোববার বিকেল ৩টা পর্যন্ত এরকম চারজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
'নূর হোসেন দিবস' উপলক্ষ্যে রাজধানীর জিরো পয়েন্টে এক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ। তাদের প্রতিহত করতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ আজ সকালে (১০ নভেম্বর) জিরো পয়েন্ট এবং আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
এখন পর্যন্ত আওয়ামী লীগের সদস্য সন্দেহে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিনজনকে মারধর করা হয়েছে এবং জেনারেল পোস্ট অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসমাবেশে আরও একজনকে মারধর করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জনগণকে শান্ত থাকতে অনুরোধ করছে এবং তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সন্দেহভাজনদের পল্টন থানায় হস্তান্তর করা হচ্ছে।