সাভারে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস এন সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বলিয়ারপুর এলাকার সাবেক ইউপি মেম্বার নাজিমউদ্দীন, প্রাইভেট কার চালক মজিবর ও মো. ইব্রাহিম। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আ. জলিল।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আজ দুপুরে সিএনজি স্টেশন থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে উল্টো পথে যাচ্ছিল প্রাইভেট কারটি। এসময় দ্রুতগামী সিলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।