আগামী বছরেই নির্বাচিত সরকার নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য তার নিজস্ব, সরকারের সিদ্ধান্ত নয়: প্রেস উইং
আগামী বছরেই রাজনৈতিক সরকার আসতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এবিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, এটি উপদেষ্টার নিজস্ব মন্তব্য এবং সরকারের কোনো সিদ্ধান্ত নয়।
তিনি বলেন, 'গতকাল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। এটা স্পষ্ট করা দরকার যে, এটা পুরোপুরি তার ব্যক্তিগত মতামত।'
'প্রধান উপদেষ্টার কাছ থেকে এখন পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টাই জানাবেন নির্বাচন কবে হবে,' - আরও বলেন তিনি।
আজ রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামীকাল (৯ ডিসেম্বর) ঢাকা আসছেন। এই সফরের পর উন্নতির আশা করা হচ্ছে।
ভারতের সাথে বাংলাদেশ 'ন্যায্যতা' ও 'মর্যাদার' ভিত্তিতে সম্পর্ক চায় বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত মেলবন্ধনের সম্পর্ক রয়েছে। তাই দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব।