ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
আগামী ২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)- সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত ৬৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক গোষ্ঠী ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তাসকীন আহমেদের দেশের শিল্প খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রাজীব এইচ চৌধুরী ও মোহাম্মদ সালিম সোলায়মান সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালকরা হলেন- এনামুল হক পাটোয়ারি, মোহাম্মদ মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম ও সালমান বিন রশিদ শাহ সায়েম।
তাসকীন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।