ঘুষের উপরও ঘুষ দিতে হয়: সিপিডির সভায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতির অভিযোগ
হয়রানি করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর বিভাগ অন্যতম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি বলেন, এ বিভাগকে ঘুষ দেওয়ার পর ওই টাকার উপর কর কর্মকর্তাদেরকে ফের ঘুষ দিতে হয়।
আজ রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন শামীম এহসান।
এ আলোচনা সভায় উঠে এসেছে, দুর্নীতি এখন ব্যবসায়ের সবচেয়ে বড় সমস্যা।
শামীম বলেন, "বছরে আমাদের যে ২০ থেকে ৩০ লাখ টাকা ঘুষ দিতে হয়। কিন্তু এর কোনো প্রমাণ থাকে না। আর খরচের প্রমাণ না থাকায় এর উপর ট্যাক্স এবং ফাইন করতে চায় ট্যাক্স কর্মকর্তারা। ওই ৩০ লাখ টাকা কম নেবে, এর জন্য ঘুষ চায় তারা। অর্থাৎ ঘুষের উপর ঘুষ চলে আমাদের দেশে।"
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "দুর্নীতি আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটি কমানোর জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কেননা ইট ইজ দ্য মাদার অব অল প্রবলেমস।"
তিনি আরও বলেন, "আমাদের রিফর্ম শুরু করা দরকার এনবিআর থেকে। কেননা সবার অভিযোগ থাকে এনবিআর নিয়ে। এখানে রিফর্ম করা গেলে দুর্নীতি অর্ধেক কমিয়ে আনা সম্ভব।
অবশ্য বর্তমান এনবিআর চেয়ারম্যানের প্রশংসা করে তিনি বলেন, "তিনি কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি। কারণ উনার কার্যক্রমের কারণে উনি আবার ক্ষতিগ্রস্ত হন কিনা।"