সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগের ধারা অব্যাহত থাকবে: সৌদি দূতাবাসের উপ-প্রধান
সৌদি আরব বর্তমানে প্রতিদিন চার থেকে ছয় হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে এবং আগামী দিনেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম।
আজ রোববার দুপুরে ঢাকায় অসহায় মানুষদের মধ্যে কোরবানীর মাংস বিতরণ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের বিষয়ে ডেপুটি হেড অব মিশন বলেন, তাদের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমানে সৌদি আরবে তিন মিলিয়ন বাংলাদেশি কর্মী রয়েছে। গত মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার কর্মী নিয়েছে সৌদি আরব। যা গত ৩৫ মাসের মধ্যে কোনো একক দেশ হিসেবে সর্বোচ্চ।
উপসাগরীয় দেশটি তার 'ভিশন ২০৩০' বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজকও তারা।
এ বছর বাংলাদেশিদের জন্য ৩৭২ টন কোরবানির মাংস দিচ্ছে সৌদি আরব। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৬৪টি জেলার ৯৫টি উপজেলার এতিম, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে এসব মাংস বিতরণ করা হবে।