আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত: দুদক কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, 'যদি দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তাহলে আমরা নিজেরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত।'
আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, 'আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত। দেশবাসীর জানা উচিত, আমাদের এখন কী সম্পদ আছে। আর আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব, তখন আমাদের কী সম্পদ হয়।'
তিনি আরও বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি পালন করতে চাই। এটা একটা আমানত। এই আমানতে মিশে আছে জুলাই মাসের বিপ্লবী ছাত্র-জনতার রক্ত ও তাদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রাম। যেকোনো মূল্যে এ আমানত রক্ষা করতে চাই।
এর আগে গত ১১ ডিসেম্বর নতুন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছিলেন। তখন তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।
গত ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।