শিক্ষার্থীদের ওপর হামলা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে নগরীর ভদ্রা মোড়ে চৌরাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নগরীর ভদ্রা এলকায় যানজট তৈরি হয়।
আন্দোলনকারীদের ভাষ্য, গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির জেরে স্থানীয়দের সাথে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।
তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।
রুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শানজিমুল ইসলাম বলেন, সড়ক অবরোধ তুলে নিলেও আজকে সারাদিন তাদের ক্লাশ পরীক্ষা বর্জন কর্মসূচি থাকবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আমরা লাগাতার আন্দোলনে যাবো।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আব্দুর রাজ্জাক বলেন, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেজন্য প্রশাসনের সাথে কথা বলেছি।
তিনি বলেন, আগামি ১৯ তারিখ থেকে আমাদের শীতকালীন ছুটি। ইতিমধ্যে অনেক ডিপার্টমেন্টের ক্লাশ পরীক্ষা হচ্ছে না। যে দুই একটা ডিপার্টমেন্টের ক্লাশ হচ্ছে তারা ক্লাশ বর্জন করেছে। আমরা আশা করছি আগামীকাল যাতে ক্লাশ হয় সে ব্যাপারে উদ্যোগ নিতে।