একক যাত্রার কার্ড সংকট কাটাতে ব্যবস্থা নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ
মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মেট্রোরেলের কর্তৃপক্ষ – ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, যাত্রী সংখ্যা বাড়ায় গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে কার্ড ইস্যু করতে বেশি সময় লাগছে। কারণ চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা কম। এ সমস্যার সমাধানে দ্রুত নতুন কার্ড সংগ্রহ করা হচ্ছে।
এ ছাড়া, বিকল্প পদ্ধতি কিউআর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে, চলতি ডিসেম্বর মাসের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং টিকেট সংগ্রহের জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসার জন্য অনুরোধ করেছে।
কিউআর কোড ব্যবস্থা সম্পর্কে জানতে ডিএমটিসিএলের সঙ্গে যোগাযোগ করা হলে— কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির বলেন, কিউআর কোড সম্বলিত স্লিপ দেওয়ার জন্য একটি মেশিন বসানো হবে। যন্ত্রে টাকা প্রবেশ করিয়ে– একক যাত্রার স্লিপ নিতে পারবেন যাত্রীরা। মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও নির্গমন পথে কিউআর কোড স্ক্যান করার জন্য আরও মেশিন স্থাপন করা হবে। যার মাধ্যমে যাত্রা শুরু ও সমাপ্তির গন্তব্য নিশ্চিত করতে পারবেন যাত্রীরা।
তিনি জানান, বর্তমানে এই প্রকল্প প্রাথমিক পর্যায়ে রয়েছে, নতুন এই প্রযুক্তি স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছে ডিএমটিসিএল।
এর আগে একক যাত্রার কার্ড বা টিকেটের সংকট দেখা দেওয়ায়— জাপান থেকে ২০ হাজার নতুন কার্ড কেনে ডিএমটিসিএল। চলতি মাসে আরও ২০ হাজার কার্ড সংগ্রহ করা হবে।
গত ১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক্ক মোহাম্মদ আব্দুর রউফ জানান, মেট্রোরেল স্টেশনগুলো থেকে ২ লাখ ৬৮ হাজার একক যাত্রার টিকেট ইস্যু করা হয়েছে। এরমধ্যে প্রায় ২ লাখ কার্ড হারিয়ে গেছে, আর ৬ হাজার ৮৮১টি কার্ড নষ্ট হয়ে কার্যকারিতা হারিয়েছে। ফলে স্টেশনগুলোয় টিকেট সংকট দেখা দিয়েছে।