জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ
অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে এই অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই অধিদপ্তর প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠায় আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। তারই ধারাবাহিকতায় গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁর সরকারের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতি, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরমধ্যেই বিগত সরকারের শীর্ষ মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার প্রক্রিয়া চলছে।