বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ (সোমবার) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানক্রমে দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদনের আলোকে কমিশনের সিদ্ধান্তক্রমে ইস্যুকৃত সম্পদ বিবরণী ফরম পূরণপূর্বক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক নির্ধারিত সময় সীমার মধ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল না করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় একটি মামলা রুজু (নন- সাবমিশন) করার অনুমোদন হয়েছে।