স্বল্প খরচে কুয়াকাটায় রাত্রিযাপনের নতুন উদ্যোগ তাঁবুঘর
সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের প্রকৃতির কোলে সময় অতিবাহিত করার লক্ষ্যে তাঁবুতে রাত্রিযাপনের উদ্যোগ নিয়েছে 'নোনা জলের ভেলা' নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠান। স্বল্প খরচে নিরাপদে সাগরতীরে রাত্রিযাপন করে কুয়াকাটার মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে সৈকতের ঝাউবন সংলগ্ন তালবাগানে তাঁবুঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নোনা জলের ভেলা ট্যুরিজম ইন্সটিটিউট।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, "পর্যটন নগরী কুয়াকাটায় তাঁবুঘরের মত প্রকৃতিবান্ধব সময়োপযোগী উদ্যোগ নেয়ায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নোনা জলের ভেলাকে। কুয়াকাটায় এরকম ইকো ট্যুরিজম সিস্টেমের ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, "তাঁবুঘর যেখানেই তৈরি করা হোক, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করছি, নোনা জলের ভেলা ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে পর্যটকদের সামনে হাজির হবে।"
নোনা জলের ভেলার ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, "কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেয়ার জন্যই এই আয়োজন। এটি কুয়াকাটার সকল দর্শনীয় স্থান ও সমুদ্রের মাঝে জেগে ওঠা বিভিন্ন দ্বীপে ট্যুরিস্ট বোটের মাধ্যমে গিয়ে তাঁবুতে রাত্রি যাপন, ক্যাম্প ফায়ার, সামুদ্রিক মাছ বারবিকিউ পার্টি, বাউল গান সহ নানা আয়োজন থাকবে আমাদের ইভেন্টে।"
তিনি বলেন, "এটি শুধু এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। নোনা জলের ভেলার মাধ্যমে কুয়াকাটায় আগত সকল পর্যটকরা পর্যটন সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা এবং সহায়তা পাবে বলেও আশ্বস্ত করছি।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা টেলিভিশন ফোরাম এর সভাপতি কাজী সাইদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসাইন তপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শীত মৌসুমে খুবই জনপ্রিয় থাকে কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়া সৈকতে চোরাবালি না থাকায় নিরাপদে ভ্রমণ করতে পারেন দর্শনার্থীরা।