সাদ মুসা গ্রুপের ৪৫৯ কোটি টাকা আত্মসাৎ, ২৯ জনের নামে দুদকের মামলা অনুমোদন
প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন ও ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএফএম শরীফুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলা অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সাবেক ১১ জন পরিচালক ও বিভিন্ন পর্যায়ের ১৬ জন কর্মকর্তা রয়েছেন।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করেছেন। তারা সঠিকভাবে মনিটরিং না করে ও কাগুজে বিলের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুত সময়ে অনুমোদন করেছেন। এছাড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিনসহ সংশ্লিষ্টরা ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।