কুমিল্লার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত শতাধিক দোকান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকানপাট ভস্মীভূত হয়েছে।
রোববার দিবাগত (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় রাত থেকেই ভুক্তভোগী ব্যবসায়ীরা বাজারে ভিড় করেছেন। তাদের আর্তনাদে ভারী হয়ে আছে চারপাশ। অগ্নিকাণ্ডের ঘটনার পর মহাসড়কেও যানজট সৃষ্টি হয়।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, "আমাদের বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। সবাই নিঃস্ব হয়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।"
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, "একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে।"
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।