সন্দেহাতীতভাবে প্রমাণের জন্যই সচিবালয়ে আগুনের আলামত বিদেশে: রিজওয়ানা হাসান
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছিল, সন্দেহাতীতভাবে তা প্রমাণ করতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সব রকমের সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং উনারা (তদন্ত কমিটির বিশেষজ্ঞ) বলেছেন, যদি সত্যিই এটি নাশকতা হতো এবং ঘটনাটি কীভাবে ঘটতে পারত, সেটিও দেখিয়েছেন। কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল, সেটি একেবারেই স্পষ্ট করে দেখিয়েছেন। এগুলো আপনাদের কাছেও আছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটিতে আমরা সন্তুষ্ট। আমরা কোনো বায়াসড হয়ে এ (তদন্ত) কমিটি করিনি। আমরা বুয়েটকে বলেছি আপনারা তিনজন বিশেষজ্ঞ দিন। বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে। এরপর আরও ৮ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায়, সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে, সেটি তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। এসব কথা আসলে নির্বাচন কমিশন থেকেই আসতে হবে। কোন দল নির্বাচন করবে, বা না করবে তার উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তাকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।