১৭৩ কোটি টাকা খেলাপি: স্ত্রী-পুত্রসহ প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খেলাপি মামলায় প্রভিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী ভূঁইয়া, তার স্ত্রী সুলেখা ইব্রাহিম এবং ছেলে রিদোয়ানুল হক ভূঁইয়ার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১৭৩ কোটি টাকা ঋণ আদায়ে ব্যাংক এশিয়ার দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর বুধবার (৮ জানুয়ারি) এ আদেশ দেন।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১২ নভেম্বর ব্যাংক এশিয়া ১৭৩ কোটি টাকা খেলাপি পাওনা আদায়ের জন্য প্রভিটা গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে।
মামলার বিবাদি হিসেবে প্রভিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী ভূঁইয়া, তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান সুলেখা ইব্রাহিম এবং ছেলে (পরিচালক) রিদোয়ানুল হক ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করেছে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা।
এরপর গত ২৬ নভেম্বর ব্যাংক এশিয়া আদালতে আবেদন করে জানায়, ঋণ পরিশোধ না করে বিবাদিগণের দেশত্যাগের সম্ভাবনা আছে, তাই আদালত যেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
আদালতের কাছে ব্যাংকের আবেদন সন্তোষজনক মনে হওয়ায় বিবাদিগণের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
আদালত আদেশের কপি বাংলাদেশ পুলিশের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে, আগামী ২৮ জানুয়ারি বিবাদিগণকে পাসপোর্টসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যাংক এশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রভিটা গ্রুপের চারটি প্রতিষ্ঠান—প্রভিটা ফিড, প্রভিটা ব্রিডার্স, প্রভিটা চিকস এবং প্রভিটা হ্যাচারি—দীর্ঘদিন ধরে তাদের ১৭৩ কোটি টাকা ফেরত দিচ্ছে না। এজন্য ঋণ খেলাপি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, প্রোল্টি খাতের এ ব্যবসায়ীর কাছে আরও কয়েকটি ব্যাংকের পাওনা রয়েছে বলে উল্লেখ করেছেন ব্যাংক এশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা।
নুরুন্নবী ভূঁইয়া এক সময় চট্টগ্রাম-কেন্দ্রিক ব্যবসা করলেও বর্তমানে ঢাকা থেকে ব্যবসা পরিচালনা করছেন।