গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগে ১৮ কোটি টাকার ক্ষতি, গ্রেফতার ৪
গাজীপুরের কাশিমপুর থানার গ্রামীণ ফেব্রিকস এন্ড ফ্যাশন্স লিমিটেডে আগুনে ১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেক্সিমকো শিল্পপার্কের শ্রমিকরা শ্রমিক ও কর্মচারীরা তাদের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পর একপর্যায়ে কিছু যানবাহনে আগুন লাগিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত পৌনে আটটার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
কিন্তু, এরমধ্যেই 'গ্রামীণ ফেব্রিকস' নামের একটি কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ। অগ্নিসংযোগের পর আজ বৃহস্পতিবার কারখানার কার্যক্রম বন্ধ ছিল।
কারখানাটিতে আগুন দেওয়ার ঘটনায় আজ সকালে মহানগরীর কাশিমপুর থানায় একটি মামলা হয়েছে। গ্রামীণ ফেব্রিকসের ব্যবস্থাপক (অ্যাডমিন) জি এম তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। কারো নাম না উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা ৪/৫শ' জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাইলে— আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ- কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্টিয়াল পার্কের ভিতের অবস্থিত বন্ধ ১৬টি কারখানা খুলে দেয়ার দাবিতে বুধবার বিকেলে বেক্সিমকোর কর্মচারী ও শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় শ্রমিকরা সড়কে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ ৪/৫টি যানবাহনে আগুন দেয়, ভাঙচুর করে আরও ১৫/২০টি বিভিন্ন যানবাহনের জানালার গ্লাস।
পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রমিকদের দুইপাশ থেকে ধাওয়া দেয়। তারা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেক্সিমকোর উত্তেজিত শ্রমিকরা ঐ সড়কের শ্রীপুর থেকে চক্রবর্তীর দিকে অগ্রসর হয়ে— তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা কেপিজে হাসপাতালের সামনে সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ফেব্রিক্সের গেইট ভাংচুর করে। পরে শ্রমিকরা পৌনে ৭টার দিকে ভিতরে ঢুকে গ্রামীণ ফেব্রিক্সের ভবনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে— পৌনে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বেক্সিমকো শিল্প পার্কের আন্দোলনকারী শ্রমিকদের একাংশ বুধবার সন্ধ্যার পর গ্রামীণ ফেব্রিকস লিমিটেড এর প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ও নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভায়। এই সময়ের মধ্যেই কারখানার পাঁচ তলা ভবনের নিচ তলার সমস্ত পোশাকপণ্য পুড়ে যায়। কিছু যন্ত্রপাতি, অন্যান্য মালামাল-ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সেখানে কোন কার্যক্রম পরিচালিত হয়নি।
তিনি আরো বলেন, 'ভবনটি সরেজমিন ঘুরে দেখা গেছে, নিচতলায় একটি হলরুমসহ বেশকিছু কক্ষ রয়েছে। এসব কক্ষে ফেব্রিকস জাতীয় কাপড় বাক্সবন্দী অবস্থায় রক্ষিত ছিল। কিছু মেশিনারিজ ছিল। দৃস্কৃতিকারীদের দেয়া আগুনে এসব কিছুই পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির নিচ তলায় সংস্কারমূলক কাজ করতে হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন এসব পরিদর্শন করেছেন।'
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন জানান, 'অগ্নিসংযোগের ঘটনার পর— সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার রাতেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন শ্রমিক নেতা ও অন্যরা শ্রমিক। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।;