মারা গেছেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
রোববার সকাল পৌনে ৯টায় সিএমএইচ এর এইচডিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান মনি।
জিয়াউর রহমান মনি বলেন, স্যার দীর্ঘদিন ধরে অনেকগুলো রোগে ভুগছিলেন। তিনি ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা রোগে ভুগছিলেন। গত ২ জানুয়ারি অসুস্থ্য অবস্থায় তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়। বিভিন্ন সময় আইসিইউ, ওয়ার্ড তারপর এইডিওতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ পৌনে ৯টায় মারা যান।
তিনি আরো বলেন, বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর ঢাকায় তার জন্য নির্ধারিত কবরস্থানে তাকে দাফন করা হবে।