ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে ৬ যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ২৫
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ৬ যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ, এবং একটি কাভার্ড ভ্যান রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বারোদরগাহ হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে রাস্তা স্পষ্ট দেখতে না পেয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে একে একে সংঘর্ষ হয় ৬টি যানবাহনের মধ্যে।
এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বারোদরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, "আমরা বর্তমানে মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরাচ্ছি। এছাড়া, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"