সুচিকিৎসা ও স্বীকৃতির দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/whatsapp_image_2025-02-02_at_1.27.33_pm.jpeg)
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রাজধানীর শের-ই-বাংলা নগর, আগারগাঁও ও শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা।
জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট (নিটোর), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন এবং ২৫০ শয্যার টিবি হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার আসলাম সাগর দুপুর ১টা ২০ মিনিটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিক্ষোভকারীরা এখনও সড়কে অবস্থান করছেন।
তিনি বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখায় গতকাল (১ ফেব্রুয়ারি) রাত থেকেই যানবাহন চলাচল বন্ধ ছিল। আজ সকালে তারা শ্যামলী বাস স্ট্যান্ডের কাছে শিশু মেলা মোড়েও সড়ক অবরোধ করেন, ফলে মিরপুর-গাবতলী রোডে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এনআইওএইচ-এর সামনে বিক্ষোভ শুরু হয় এবং রাত ১১টার দিকে তা আরও তীব্র হয়, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
আজ সকালে, বিক্ষোভকারীরা এনবিআর ভবন থেকে টিবি হাসপাতাল পর্যন্ত সড়ক অবরোধ করেন এবং শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি রোগীদের চলাচলের সুযোগ দেন।