সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/road_accident-ezgif.com-webp-to-jpg-converter_1.jpg)
সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৪০), তার যাত্রী ঢাকার আশুলিয়ার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি (৩৫), ছেলে আয়ান (৭) ও একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। আহতরা হলেন জাহিদ হাসান ও তার আরেক সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উনিশ মাইল এলাকায় সিলেটগামী প্রাইভেটকার ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সোহেল ও শিশু আয়ান মারা যান।
গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইতি ও শামীমাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
তিনি বলেন, 'নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।'