কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী থেকে শশা বোঝাই একটি পিকআপ গাজীপুরে আসার পথে গাজীপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে গেলে পিকআপের চালক, হেলপার ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
অপরদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় নাভানা প্লাস্টিক কারখানার সামনে যাত্রীবাহী দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৯) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর মহানগরীর জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের জয়দেবপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়ার মৈশাইর এলাকায় পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পিকআপটি নিয়ে চালক সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে পিকআপ চালক, চালকের সহকারী ও একজন যাত্রী বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে একজনের নাম মো. আল আমিন। তিনি খুলনা বালিয়াডাঙ্গার সোনার বাংলা গলির আ. সুবহান মোড়লের ছেলে। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুই যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের নাম আল- আমিন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদীর সরকার টেক্সটাইল মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে দুইজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।