রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/img-20250203-wa0028.jpg)
রাজশাহীতে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- রাজশাহী গোদাগাড়ীর ইব্রাহিম ও মারুফ হোসেন।
আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিক্সা উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন সাতজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়, পরবর্তীতে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী নগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছে, 'নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর আগামীকাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।'
তিনি আরও বলেন, 'স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে।'