৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ৬ সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে: আসিফ নজরুল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/476196872_538719309328642_2068743677864593344_n.jpg)
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 'এরপর জাতীয় ঐকমত্য কমিশন এই সুপারিশ বাস্তবায়নের পথ নির্ধারণ করবে।'
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছয়টি কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/475142967_461545306891056_6391403538345446185_n.jpg)
আসিফ নজরুল বলেন, 'প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নে আশু করণীয়, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে পারে।'
তিনি বলেন, 'ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেবে।'
আইন উপদেষ্টা আরও বলেন, 'যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছায়, তবে রমজানেও আলোচনা চালিয়ে যাওয়া হবে।'