রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/screenshot_20250206-131625.jpg)
ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি বাঘা উপজেলার আড়ানির বাড়িতে আগুন দেয় তারা।
স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে এসে শাহরিয়ার আলমের বাড়িতে প্রথমে ভাঙচুর চালান। পরে আগুন জ্বালিয়ে দেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, 'বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।'